বরিশাল: যারা মানুষ পুড়িয়ে মারে তারা জনগণের বন্ধু নয়, তারা জনগণের শত্রু। পরীক্ষার মধ্যে হরতাল আর অবরোধ ডেকে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করছে তারা।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তখন আন্দোলনের নামে একটি চক্র, বাসে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষদের পুড়িয়ে মারছে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা জাতীয়করণ করেছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। এই সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। যেখানে এক সময় শিক্ষার্থীরা অর্থের অভাবে বই কিনতে পারতো না, স্কুলে ভর্তি হতে পারতো না, সেখানে শিক্ষার্থীদের সব রকম ব্যবস্থা করেছে বর্তমান সরকার। একই সঙ্গে ৪০ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, যেখানে আগে মাদ্রাসার শিক্ষার্থীরা বাড়ি বাড়ি শুধু দোয়া-মোনাজাত আর মসজিদের ইমামের কাজ করতো, সেখানে শিক্ষা জাতীয়করণ করায় মাদ্রাসার শিক্ষার্থীরা চাকরির সুযোগ পাচ্ছে।
তিন বলেন, কেউ কেউ বলছে, এ নির্বাচন নাকি বৈধ নয়। কিন্তু বিভিন্ন রাষ্ট্র এই র্নিবাচনকে বৈধতা দিয়েছে। ষড়যন্ত্র করে অনেকে দেশের ভাবমূর্তিকে নষ্ট করছে। তারপরও এ সরকার সব বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের ভিশন ২০২১ সার্থক হবেই।
তিনি দক্ষিণাঞ্চলের শিক্ষার উন্নয়ন তুলে ধরে বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে শিক্ষা বোর্ড করার ঘোষণা দেন ও বাস্তবায়ন করেন। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় ২০০৯ সালে স্থাপন করেন। এছাড়া, বিভিন্ন স্কুল, কলেজ নির্মাণ করা হয়েছে।
উন্নয়নের দিক তুলে ধরে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলে একের পর এক সেতু রাস্তাঘাট র্নিমাণ করেছেন। তিনি পায়রা সমুদ্র বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছেন। যা কার্যকর হতে যাচ্ছে। সমুদ্রবন্দর হলে এটি হবে মালয়েশিয়ার চেয়েও সুন্দর পর্যটন এলাকা।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমানে নারীরা সবক্ষেত্রে এগিয়ে। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলমের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল ৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান জিয়াউল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহবুবাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীরা।
এর আগে, শিল্পমন্ত্রী সকালে বরিশাল জিলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫