রাজশাহী: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সঙ্কট দ্রুত নিরসনের আহবান জানিয়েছেন মানববন্ধন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নারী শিল্প উদ্যোক্তা নামের দুটি সংগঠন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, দেশের মধ্যে মানুষকে পুড়িয়ে হত্যা বন্ধ ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত না হলে প্রয়োজনে আদালতে মামলা দায়ের করা হবে।
বক্তারা আরো বলেন, আন্দোলন কর্মসূচির নামে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষকে জিম্মি করে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কৃষি থেকে শুরু করে অর্থনীতিসহ সব সেক্টরে অস্থিরতা বিরাজ করছে। এসএসসি পরীক্ষা নিয়ে রাজশাহীসহ সারা দেশের শিক্ষার্থী ও অভিভাবকরা বর্তমানে শঙ্কিত হয়ে পড়েছেন। এসব থেকে সবাই মুক্তি চায়।
তাই দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দ্রুত সমাধান প্রয়োজন। শিগগিরই এ অচলবস্থা থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য দুই নেত্রীকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান আলম,‘সুপ্র’ রাজশাহী জেলা শাখার সভাপতি হাসান মিল্লাত, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সম্পাদক মঞ্জুর হাসান মিঠু, চেম্বার পরিচালক সেকেন্দার আলী, সম্মিলিত নারী শিল্প উদ্যোক্তার সভাপতি সেলিনা খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা কমিটির রাজশাহী আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫