ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় অটোরিকশায় আগুন, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
উল্লাপাড়ায় অটোরিকশায় আগুন, আটক ১ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবেশে সিএনজি চালিত অটোরিকশায় উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অটোরিকশার উপরের অংশ পুড়ে গেছে।



শনিবার (৩১ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উল্লাপাড়া বেলকুচি আঞ্চলিক সড়কের উল্লাপাড়া উপজেলার কানসোনা ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় ইউসুফ আলী (৪০) নামে এক পিকেটারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।  

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, যাত্রীবেশে ৪ পিকেটার অটোরিকশায় চড়ে বেলকুচি থেকে উল্লাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় কানসোনা ঘোষপাড়া এলাকায় আরও দু’জন পিকেটার অটোরিকশাটি ঠেকায়।

এরপর যাত্রীবেশে পিকেটাররা অটোরিকশা থেকে নেমে সবাই মিলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় ও অন্যরা মোটরসাইকেলে পালিয়ে যান।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।