ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টা ১৭ মিনিটে তাকে বাড্ডা থানা থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে, শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে রিজভীকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে গ্রেফতার করে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব)।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, আমাদের থানায় আনুষ্ঠানিকতা শেষে রিজভী আহমেদকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
** রিজভীকে বাড্ডা থানায় হস্তান্তর
** বাড্ডা থানায় নিয়ে যাওয়া হচ্ছে রিজভীকে
** রিজভী গ্রেফতার