নাটোর: নাশকতায় জড়িত থাকার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন শিবিরের সভাপতি আবুল হাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার ল্যাংটাদহ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবুল হাশেম ল্যাংটাদহ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আবুল হাশেমের বিরুদ্ধে ট্রাক পোড়ানো, ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরান হোসেন বাংলানিউজকে জানান, বড়াইগ্রাম থানার নিয়মিত মামলায় আবুল হাশেমকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫