ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে কার্যালয়ের সামনে সোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছেন জাতীয়তাবাদী মহিলা দল।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় তারা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
নারায়ণগঞ্জ মহিলা দলের সভাপতি রাশিদা জামানের নেতৃত্বে বেশ কয়েকজন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা কর্মসূচিতে অংশ নেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৪২ মিনিটে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে কেবল টিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগও।
বিএনপি চেযারপারসনের মিডিয়া উইং সূত্র বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে।
শুক্রবার দিবাগত রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর জেনারেটরে বিদ্যুৎ সরবরাহ চালু রেখে কেবল টেলিভিশন চলছিলো। চালু ছিলো ইন্টারনেট সংযোগ। কিন্তু সংযোগ বিচ্ছিন্নের পর সেসবও বন্ধ হয়ে যায়।
খালেদা জিয়া গত ৩ জানুয়ারি থেকেই তার কার্যালয়ে অবস্থান নেন। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধে সেখানেই অবস্থান করেন তিনি।
এদিকে জেনারেটরের জ্বালানি হিসেবে দুপুর নাগাদ ভ্যানে করে দুই ড্রাম তেল নেওয়া হয় খালেদা জিয়ার কার্যালয়ে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর থেকে জেনারেটরের বিদ্যুতেই চলছে চলছিলো তার কার্যালয়। কিন্তু সকালে মজুদ তেল শেষ হয়ে যায়।
গত ৩ জানুয়ারি থেকে নিজের রাজনৈতিক কার্যালয়েই অবস্থান করছেন খালেদা জিয়া। ৫ জানুয়ারি থেকে তার নেতৃত্বে দেশব্যাপী টানা অবরোধ চলছে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫