দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, ২৪ জনের মধ্যে ১৫ জন বিএনপির ও ৯ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে জানান, নাশকতা এড়াতে এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫