ময়মনসিংহ: ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালের সমর্থনে ময়মনসিংহ শহরে বিএনপি’র মিছিল থেকে ককটেল বিস্ফোরণের সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজুসহ ৫ বিএনপি কর্মীকে আটক করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সোয়া ৫টার দিকে শহরের হরি কিশোর রায় রোডের বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় চত্বর থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলটি ২০০ গজ সামনে শহরের পায়রা চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে পরপর ৭টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ফলে মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুল করিম ৫জনকে আটকের তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা অস্বীকার করে তিনি বলেন, মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটালে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫