ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার আন্দোলন করার ক্ষমতা নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
খালেদা জিয়ার আন্দোলন করার ক্ষমতা নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: খালেদা জিয়ার আন্দোলন করার ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ একেএম মেমোরিয়াল কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, খালেদা জিয়া এ মাসে সারাদেশে ৪৮ জন নিরীহ মানুষকে হত্যা করেছেন। তাই আজ সাধারণ জনগণ তার অবরোধ ও হরতাল মানে না।

তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ২০১৯ সালের একদিন আগে নির্বাচন নয়। আপনি ট্রেন মিস করেছেন ২০১৯ সালের আগে আর সেই ট্রেন আসবে না। ২০১৯ সাল পর্যন্ত মাথা ঠাণ্ডা করে অপেক্ষা করুন। ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

তারেক রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আপনার বেয়াদব ছেলেকে সামলান। তা না হলে এদেশের মানুষ আপনাকে ও আপনার ছেলেকে ছাড়বে না।

এসএসসি পরীক্ষা সর্ম্পকে মন্ত্রী বলেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। প্রয়োজনে আওয়ামী লীগের সব নেতাকর্মীসহ এমপি-মন্ত্রীরা কেন্দ্র পাহারা দিবে।

এর আগে তিনি জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধনকলে তিনি বলেন, আপনারা একটি করে মানুষ হত্যা করবেন আর আমরা একটি করে হাসপাতাল বানাব।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ইশতিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম, সাবেক ভ‍ূমিমন্ত্রী রেজাউল করিম হিরা, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান সানা, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সফিক জাহেদী রবিন, রেজাউল করিম রেজনু, তাহামিনা আক্তার পাখি প্রমুখ।

সম্মেলনের দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে সৈয়দ ইশতিয়াক হোসেন দিদার ও সাধারণ সম্পাদক পদে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কণ্ঠভোটে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।