ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের ফটক থেকে ছয় নারী আইনজীবীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ ভ্যানে চড়িয়ে নিয়ে যাওয়া হয়।
সূত্র জানায়, বিকেলে বিএনপিপন্থি এই ছয় নারী আইনজীবী খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেছিলেন। কিছু সময় সেখানে অতিবাহিত করে সন্ধ্যার পর বের হতে চাইলেই ফটক থেকে তাদের আটক করে নিয়ে যান নারী পুলিশ সদস্যরা।
তবে, তাদের আটক করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫/ আপডেট: ১৯৩১ ঘণ্টা