ঢাকা: পরিস্থিতি যতো বিরূপই হোক না কেনো, নিজের কার্যালয়ে গ্যাঁট হয়ে বসে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় তাই গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আনিয়েছিলেন ৬টি পানির ড্রাম।
কিন্তু বিধি বাম। বেরসিক পুলিশ ফেরত পাঠিয়ে দিয়েছে ড্রামগুলো। তবে এর আগে সকালে জেনারেটরের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য দুই ড্রাম তেল আনা হলেও বাধা দেয়নি পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর ওই জেনারেটরেই চলছিলো খালেদার কার্যালয়। কিন্তু সকাল নাগাদ জেনারেটরের জ্বালানি তেল শেষ হয়ে যায়।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে খালেদার কার্যালয়ে প্রথমে কেবল টিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ।
বিএনপি প্রধান গত ৩ জানুয়ারি থেকেই তার কার্যালয়ে অবস্থান করছেন। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধে নিজের কার্যালয় ছাড়েননি তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
** বিদ্যুতের পর বিচ্ছিন্ন কেবল টিভি ও ইন্টারনেট সংযোগ
** বিদ্যুতের পর বিচ্ছিন্ন কেবল টিভি ও ইন্টারনেট সংযোগ
** বিদ্যুতের পর বিচ্ছিন্ন কেবল টিভি সংযোগ
** খালেদার কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন (আপডেটেড)
** জেনারেটরে চলছে খালেদার কার্যালয়
** খালেদার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন