ঢাকা বিশ্ববিদ্যালয়: বিজ্ঞানি নিউটনের গতির ৩য় সূত্রকে উদ্ধৃত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রত্যেক ক্রিয়াই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর সত্যতা প্রতিষ্ঠিত।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘৫ম ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, পদার্থ বিজ্ঞানের বিষয়ে আমার ভালো জানা নেই। শুধু এ কথাটি মনে আছে। কেননা এটি শুধু পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রেই নয় বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর সত্যতা প্রতিষ্ঠিত।
অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিযোগিতা আর শত্রুতা এক জিনিস নয়। প্রতিযোগিতা বন্ধুর সঙ্গে বন্ধুরও হতে পারে। কিন্তু এ ক্ষেত্রে সহযোগিতারও মনোভাব থাকে।
সমাজ ও ব্যক্তি জীবনে প্রতিযোগিতার মনোভাব থাকাকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমেই তোমাদের জ্ঞানকে আরও শাণিত করতে হবে। সবকিছুকে জ্ঞানের আলোকে বিচার বিশ্লেষণ করতে হবে।
এই সব ক্ষুদে পদার্থবিজ্ঞানীদের ভেতর থেকেই ভবিষ্যতে এক একজন আইনস্টাইন, সত্যেন বোস হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, আমাদের দেশের বহু বিজ্ঞানী বিশ্বের বিভিন্ন দেশে নানা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাদেরকে দেশে ফিরিয়ে এনে দেশের কল্যাণে কাজ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে জ্ঞান বিজ্ঞানে আমরা আরও এগিয়ে যেতে পারবো।
শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকা নয় নিজেদের অর্জিত জ্ঞানকে মানবতার সেবায় কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ প্রমুখ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি খোরশেদ আহমেদ কবীর।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫