ঢাকা: বল প্রয়োগ বা জোর-জুলুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি (অ.) কর্নেল অলি আহমদ বীর বিক্রম।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
কর্নেল অলি বলেন, অতীতের ইতিহাস তারই সাক্ষ্য দেয়। যে জোর-জুলুম করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কেউ ঠিকে থাকতে পারেনি।
তিনি বলেন, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগসহ ডিস এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়, অমানবিক এবং গর্হিত একটি কাজ। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি।
অনতিবিলম্বে বিদ্যুৎ, ডিস এবং ইন্টারনেট পুনরায় সংযোগ দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান অলি।
তিনি বলেন, বিশ দলীয় জোট খালেদা জিয়ার নেতৃত্বে সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণভাবে বিভিন্ন জেলায় অবরোধ এবং হরতাল কর্মসূচি পালন করে আসছে। খালেদা জিয়া কখনো জ্বালাও পোড়াও বা সংবিধান বহির্ভূত কোনো কর্মকান্ড পরিচালনা করার জন্য কোনো নেতা বা কর্মীকে নির্দেশ দেন নাই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি।
কর্নেল অলি বলেন, ক্ষমতায় টিকে থাকাটা মূখ্য বিষয় নয়। দেশে শান্তি শৃঙ্খলা, সর্বক্ষেত্রে অগ্রগতি, সকলের জন্য সমান সুযোগ এবং ন্যায় বিচার নিশ্চিত করাই রাজনীতিবিদদের প্রধান কর্তব্য। প্রত্যেকটি রাজনৈতিক দল এবং দেশের জনগণের প্রধান সমস্যা হচ্ছে, দেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক আচরণ সম্পূর্ণ অনুপস্থিত।
তিনি বলেন, আমাদের সকলকে লোভ-লালসা এবং ক্ষমতার মোহের উর্দ্ধে উঠতে হবে। আশা করি সরকার এই কর্মসূচির পালনের পেছনে ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে ২০ দলীয় জোট নেত্রীর সঙ্গে আলাপ-আলোচনার পদক্ষেপ নেবেন।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫