বগুড়া: হরতাল-অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতার প্রতিবাদে বগুড়ার সাতমাথায় মানববন্ধন করেছে বঙ্গবন্ধু প্রজন্মলীগ জেলা কমিটি।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা করে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে ক্রমেই দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। যারা এ ধরনের ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি দেওয়া জরুরি।
বক্তারা বলেন, খালেদা জিয়া অবরোধ ডেকে অকার্যকর রাষ্ট্র হিসেবে বিদেশের কাছে বাংলাদেশকে পরিচিত করার অপচেষ্টা করছেন। একই সঙ্গে ভিন্ন পন্থায় তারা দেশের ক্ষমতা পালাবদলের চেষ্টাও করছে। কিন্তু দেশের মানুষ এসব ষড়যন্ত্র বুঝতে পেরে হরতাল-অবরোধ উপক্ষো করছে।
সংগঠনের সভাপতি আনোয়ার হাসান পায়েলের সভাপতিত্বে ও কামরুল হাসান ডালিমের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন, আল মাহমুদ, পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মুখার্জ্জী, বিআরটিসি বগুড়া অঞ্চলের পরিচালক যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫