গাজীপুর: টঙ্গীতে পেট্রোলবোমা ছুড়ে একটি কাভার্ডভ্যান পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকার সুরতরঙ্গ রোডে এ ঘটনা ঘটে।
কাভার্ডভ্যানটির পিছনে থাকা বাসযাত্রী আশিক বিন ইদ্রিস বাংলানিউজকে বলেন, আমাদের বাসের সামনে একটি কাভার্ডভ্যানে হঠাৎ করে দুর্বৃত্তরা একটি পেট্রোলবোমা ছোড়ে। এতে গাড়িটি পুড়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনকে ফোন করা হলে তিনি কল কেটে দেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫