সিলেট: দানবীয় শাসন রুখতে দেশপ্রেমের চেতনায় নেতাকর্মীদের উদ্ধুদ্ধ হয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামান।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে শেখ হাসিনা স্বৈরাচারের চরম পর্যায়ে পৌঁছেছে। অবৈধভাবে ক্ষমতাকে আকড়ে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের উপর ঝাপিয়ে পড়ার উস্কানি দেওয়া হচ্ছে।
পথসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান।
ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, মওদুদুল হক মওদুদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা জয়দেব চক্রবর্তী জয়ন্ত, জয়নাল আহমদ, মিফতাহুল কবির মিফতা, আব্দুল হান্নান, রায়হাদ বকস রাক্কু, খালেদুর রশিদ ঝলক, তসির আলী, এম ডি জুনেদ চৌধুরী, আবুল কালাম, লিটন কুমার দাশ নান্টু, আমিনুল ইসলাম সাজু, মনোজ দেব, জাবেদ আহমদ জীবন, দেওয়ান নিজাম খান, দেলোয়ার হোসেন চৌধুরী।
ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন টিটু, কামাল হোসেন, আবুল বাশার, ফাহিম রহমান মৌসুম, ইফতেখার আহমদ সোহেল, শোয়েবুর রহমান খোকন, খালেদ চৌধুরী মুন্না, সাদ চৌধুরী সুজন, সুমন আহমদ, সাইফুল ইসলাম, হোসেন মাহমুদ তালুকদার, সাজেদুল ইসলাম সাজেদ, নুমান মাহমুদ কাওসার, ইফতেখার আহমদ পাবের, জুয়েল আহমদ, রুহেল আহমদ, ইমরানুল ইসলাম জাসিম, আবু আম্বিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুযারি ৩১, ২০১৫