ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সর্বোচ্চ হার্ডলাইনে যাচ্ছে সরকার!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সর্বোচ্চ হার্ডলাইনে যাচ্ছে সরকার!

ঢাকা: চলমান অবরোধ-হরতালে নাশকতা ও সহিংসতা বন্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানের দিকে যাচ্ছে সরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার অবস্থান থেকে সরে না এলে তাকেও গ্রেফতার করা হতে পারে।

আওয়ামী লীগ ও সরকার সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র এমন ইঙ্গিত দিয়েছে।

মাধ্যমিক স্কুল সর্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা চলাকালে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট অবরোধ-হরতাল অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় সরকার হার্ডলাইনে সিদ্ধান্ত নিয়েছে বলেই জানায় সূত্রগুলো।

সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। সারা দেশে মাধ্যমিক পর্যায়ের এই গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যেও অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট।

টানা অবরোধ-হরতালের নাশকতায় ইতোমধ্যে ৪০ জনের মতো মানুষ প্রাণ হারিয়েছে। এমন প্রেক্ষাপটে মানুষ হত্যার আর সুযোগ না দেওয়ার লক্ষ্যেই সরকারের সর্বোচ্চ কঠোর অবস্থান।  

এদিকে, শুক্রবার দিনগত গভীর রাতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের বিদ্যুৎ, শনিবার দিনের বেলায় কেবল টিভি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অবশ্য বিদ্যুৎ চালু করা হয়।

রাতেই গ্রেফতার করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে। এই অবস্থায়ও হরতাল-অবরোধ প্রত্যাহার করা না হলে বিএনপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতাসহ খালেদা জিয়াকেও গ্রেফতার করতে সরকার পিছ পা হবে না, জানায় একটি নির্ভরযোগ্য সূত্র।

যদিও এ বিষয়ে কেউ প্রকাশ্যে কিছু না বললেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের সর্বোচ্চ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এমন অবস্থানেই রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বাংলানিউজকে বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পাকিস্তানের কনফেডারেশন বানাতে জামায়াতের পরিকল্পনা বাস্তবায়নে খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে নাশকতা চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়া জামায়াত দ্বারা পরিচালিত হচ্ছেন এবং এই সুনির্দিষ্ট টার্গেট নিয়ে অগ্রসর হচ্ছেন। বাংলাদেশ স্বাধীনভাবেই এগিয়ে যাবে। তাদের এই অপতৎপরতা বন্ধ করতে সরকার সব ধরনের আইনি পদক্ষেপ নেবে।

মতিয়া চৌধুরী আরও বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে তারা সব ইনস্টিটিউশনকে ধ্বংস করতে চায়। এ কারণেই এসএসসি পরীক্ষায় বাধা দিতে অবরোধ-হরতাল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফরুল্লাহ বাংলানিউজকে বলেন, তারা যত সহিংস হয়ে উঠবে, সরকার তত হার্ড হবে। এছাড়া সরকারের আর করার কি আছে।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।