ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে আ’লীগ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার মধ্যে হরতাল ও অবরোধ কর্মসূচি থাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগও অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
 
শনিবার (৩১ জানুয়ারি) রাতে ফরিদপুর শহরতলীর গোবিন্দপুরের জসীম উদ্যানে পল্লী কবির ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন সপ্তাহব্যাপী জসীম পল্লী মেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী।



মন্ত্রী বলেন, এসএসসি (মাধ্যমিক) ও সমমানের পরীক্ষার মধ্যে হরতাল ও অবরোধ কর্মসূচি থাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগও কাজ করবে।

অনুষ্ঠানে মেলা প্রসঙ্গে তিনি বলেন, পল্লীকবি জসীম উদ্দীন এ দেশের অহংকার। এ দেশের গ্রাম বাংলার চিরায়ত রূপ তুলে ধরে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তিনি বিশ্বব্যাপী পরিচয় করিয়েছেন। তাকে নিয়ে ৩ সপ্তাহব্যাপী মেলা একটি বড় আয়োজন।

কবির স্মৃতি সংরক্ষণ ও কবিকে চিরজাগরুক রাখতেই জসিম  মেলার আয়োজন করা হয়েছে। স্মৃতি সংরক্ষণে জসীম সংগ্রহশালা স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও বিশ্বব্যাপী পরিচিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, তাই এই সংগ্রহশালা নির্মাণের কথা প্রধানমন্ত্রীর কাছে বলা মাত্রই তিনি অত্যন্ত সানন্দচিত্তে তাতে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এ সংগ্রহশালা নির্মিত হয়েছে বলেও জানান ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা (বিএনপি) আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। জনগণকে জিম্মি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে সুষ্ঠু ও গণমুখি রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

আসন্ন এসএসসি পরীক্ষার বিষয়ে মন্ত্রী অভিভাবক ও পরীক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, ফরিদপুরে পরীক্ষা বাধাগ্রস্ত হবার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসনসহ সদর উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।

ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি সরদার সরাফত আলীর সভাপতিত্বে আয়োজিত সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. জামিল হাসান, জোনাল সেটেলমেন্ট অফিসার অরুণ চন্দ্র মহোত্তম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ারুল ইসলাম, এডিএম মনিরুল ইসলাম ও ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, অ্যাডভোকেট জাহিদ বেপারী প্রমুখ।

পরে তিনি জসীম মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারী সংগঠনগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় জসীম ফাউন্ডেশনের উদ্যোগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী।

এছাড়া, পুলিশ সুপার জামিল হাসান ও সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরকেও ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।