কুমিল্লা: কুমিল্লা ইপিজেড রোডের একটি ছাত্রাবাস থেকে শিবির কর্মী সন্দেহে ৭ শিক্ষার্থীকে আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাদের আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, স্থানীয় ছিনতাইকারী-চাদাঁবাজরা প্রায় ছাত্রাবাসের ছেলেদের কাছ থেকে প্রভাব খাটিয়ে অর্থ লুটে নেয়। শনিবার রাতে স্থানীয় ৪/৫ জন ছিনতাইকারী ছাত্রাবাসে গিয়ে চাদাঁ দাবি করে। পরে ছাত্ররা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের শিবির বলে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বাংলানিউজকে জানান, স্থানীয় কয়েকজন লোক শিবির কর্মী ধরে পুলিশকে খবর দিয়েছে। এ বিষয়ে যাচাই-বাছাই করে পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫