চাঁদপুর: চাঁদপুর শহরে বোমা তৈরির সরঞ্জামসহ নুরুল ইসলাম (৩৫) নামে এক মাদ্রাস শিক্ষককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটক নুরুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি শহরের আয়েশা সিদ্দিকা (রা.) মাদ্রাসার সহকারী শিক্ষক।
পুলিশ বাংলানিউজকে জানায়, স্থানীয় কয়েকজন বোমা তৈরির কিছু সরঞ্জামসহ তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জব্দ সরঞ্জামসহ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
উদ্ধার সরঞ্জামের মধ্যে রয়েছে, একটি হরলিক্সবোতল ভর্তি কেরোসিন যার মুখে গামছার ত্যানা পেছানো। এছাড়া একটি পলিথিনে প্রায় আড়াইশ গ্রাম কাচ ভাঙা ও দিয়াশলাইয়ের কাঠি থেকে সংগ্রহীত বারুদ।
চাঁদপুর সদর মডেল থানার সিনিয়র উপ-পরিদর্শক মো. মনির আহমেদ বাংলানিউজকে বলেন, বিষয়টি আরো ভালোভাবে খতিয় দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫