মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামে বিএনপি ও জামায়াত নেতার বাড়িতে পৃথক বোমা হামলার ঘটনা ঘটেছে। বিএনপি নেতা টগর আলী ও জামায়াত নেতা রবিউল ইসলামের বাড়িতে পরপর চারটি হাত বোমা বিস্ফোরিত হয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপি ও জামায়াতের ওই দুই নেতার বাড়ি পাশাপাশি এবং ককটেলও বিস্ফোরণ ঘটেছে প্রায় একই সময়। বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম।
তিনি বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সেখান থেকে বোমার বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫