খুলনা: আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খুলনায় চলছে ২০ দলীয় জোটের হরতাল।
রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল ৬টায় শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার এ হরতাল চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত।
হরতালে নাশকতা এড়াতে মহানগরী ও জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সহিংসতা মোকাবেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যও মোতায়েন রয়েছে।
তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মহানগরীর কোথাও কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। হরতাল সমর্থনে বিএনপি কিংবা ২০ দলের নেতাকর্মীদের মিছিল বা অন্যকোনো কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।
হরতালে খুলনায় সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ছাড়েনি দূরপাল্লার কোনো বাস। তবে আন্তঃজেলা বাসসহ রিকশা,বেবি ট্যাক্সি ও ইজিবাইক চলাচল করছে। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানের কারণে কোথাও কোনো ধরনের মিছিল-সমাবেশ করতে পারেনি হরতাল সমর্থকরা।
তিনি জানান, হরতালে মহানগরীর ৮ থানায় অতিরিক্ত দেড় হাজার পুলিশ, দুই প্লাটুন বিজিবি মোতায়েনসহ ৠাবের টহল অব্যাহত রয়েছে। সহিংসতা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।
গত শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫