গাজীপুর: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ ও রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে গাজীপুরে মিছিল করেছে শিবিরকর্মীরা। এ সময় তারা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে ও বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় শিবিরকর্মীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে সকাল ৭টায় গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করে শিবিরকর্মীরা। এসময় তারা বেশ কয়েকটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে।
গাজীপুর মহানগর শিবিরের প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে মিছিলটি বের করে গাজীপুর মহানগর শাখা। মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিবিরের মানবাধিকার উন্নয়ন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান, ভাওয়াল কলেজ শাখা শিবিরের সভাপতি আশরাফুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা।
গত শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দেওয়া হয়। রোববার সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫