ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
রাজধানীতে বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

ঢাকা: হরতাল অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জয়েন্ট সেক্রেটারিও রয়েছেন।



শনিবার (৩১  জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীতে চলমান নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো ও এসবে পরিকল্পনা করার দায়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরে ৩২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে জাসাসের জয়েন্ট সেক্রেটারি রয়েছেন।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তথ্য উদঘাটনের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।