ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ২ ট্রাকে আগুন, ১০ গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ফেনীতে ২ ট্রাকে আগুন, ১০ গাড়ি ভাঙচুর ছবি: ফাইল ফটো

ফেনী: ফেনীতে দু’টি ট্রাকে অগ্নিসংযোগ এবং সিএনজি চালিত ছয়টি অটোরিকশা ও  চারটি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।

বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের ট্রাংক রোড ও তাকিয়া বাজারে এসব ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ট্রাংক রোডে ঝটিকা মিছিল নিয়ে এসে হরতালকারীরা ছয়টি অটোরিকশা ভাঙচুর করে। একই সময় তাকিয়া বাজারে পণ্য লোড-আনলোড করার সময় চারটি ট্রাক ভাঙচুর করে তারা। পরে পিকেটাররা আরো দু’টি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এছাড়া শহরের মহিপাল, এসএসকে রোড, কুমিল্লা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিংয়ের চেষ্টা চালানো হয়। নাশকতা রোধে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

** সোনাইমুড়িতে মিছিল, ৮ অটোরিকশা ভাঙচুর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।