তালা (সাতক্ষীরা): নাশকতার আশঙ্কায় সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-তালা উপজেলার শাহাপুর গ্রামের জাহিদুল গাজী (২২), আলাদীপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (২৫), মিঠাবাড়ি গ্রামের মো. সেলিম সরদার (৪০), বাগমারা গ্রামের মেহের আলী সানা (৪০), দাদপুর গ্রামের মো. অজিয়ার রহমান মোড়ল (৩৪) ও মাদরা গ্রামের বিবেক মণ্ডল (২৩)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫