ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

এয়ারপোর্ট-যাত্রাবাড়ী সড়কে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
এয়ারপোর্ট-যাত্রাবাড়ী সড়কে যান চলাচল স্বাভাবিক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতালের মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্থানে একের পর এক বাস বের হতে দেখা গেছে। বেলা গড়ানোর সঙ্গে বাড়ছে গণপরিবহনের সংখ্যাও।

তবে টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনো বাস।   

রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়। ঘোষণা অনুযায়ী যা চলবে বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত।
 
সকালে মগবাজার, সাতরাস্তা, মহাখালী, কাকলী-বনানী সড়কে যানবাহন চলাচল করছে। তবে অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম যানবাহন বের হওয়ায় ভিড় ছিলো বেশি। এছাড়া মোড়ে মোড়ে বাসের অপেক্ষায় যাত্রীদের ভিড় চোখে পড়েছে।
সকাল থেকে ৬ নম্বর বাস, স্বকল্প পরিবহন, বলাকা, গাজীপুর পরিবহনের বাসের স্বাভাবিক চলাচল দেখা গেছে।
 
কুড়িল, বাড্ডা-গুলিস্তান, সায়দাবাদের সড়কগুলোতেও সুপ্রভাত, তুরাগ, অনাবিল, সালসাবিল পরিবহনের বাস চলছে।
 
মহাখালী টার্মিনাল এলাকা ঘুরে দেখা দেখে, সারি সারি যানবাহন টার্মিনালে রাখা হয়েছে। তবে সেখান থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না।

এদিকে, নাশকতা রোধে টার্মিনাল এলাকায় পুলিশের একাধিক টিম টহল দিচ্ছে।
 
গত শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়। পাশাপাশি গত ৫ জানুয়ারি থেকে চলা টানা অবরোধও অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।