ঢাকা: রাজধানীর মিরপুর ১৪ নম্বর সংলগ্ন পুলিশ স্কুলের সামনে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টাকালে দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে ওই শিবিরকর্মীদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন ও সোহরাব মিয়া জানান, গোয়ালবাড়ির মোড় থেকে ১০-১২ জনের একদল শিবিরকর্মী দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন শিবিরকর্মীদের ধাওয়া করে সেলিম ও সাব্বির নামের দুই শিবিরকর্মীকে আটক করে।
ঘটনার সত্যতা স্বীকার করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫