ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

দুই শিবিরকর্মীকে পুলিশে দিল জনতা

জিএম মুজিবুর, ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
দুই শিবিরকর্মীকে পুলিশে দিল জনতা

ঢাকা: রাজধানীর মিরপুর ১৪ নম্বর সংলগ্ন পুলিশ স্কুলের সামনে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টাকালে দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে ওই শিবিরকর্মীদের আটক করা হয়।



প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন ও সোহরাব মিয়া জানান, গোয়ালবাড়ির মোড় থেকে ১০-১২ জনের একদল শিবিরকর্মী দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন শিবিরকর্মীদের ধাওয়া করে সেলিম ও সাব্বির নামের দুই শিবিরকর্মীকে আটক করে।

ঘটনার সত্যতা স্বীকার করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।