ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সচিবালয়-বিদ্যুৎ ভবনে বিস্ফোরণ

সিসি ক্যামেরা জব্দ, প্রকৌশলী পুলিশ হেফাজতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সিসি ক্যামেরা জব্দ, প্রকৌশলী পুলিশ হেফাজতে

ঢাকা: সচিবালয়ের ভেতরে ও সচিবালয় লাগোয়া বিদ্যুৎ ভবনে তিনটি পটকা সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ ভবনের সিসি ক্যামেরা ও কম্পিউটার হার্ড ডিস্ক জব্দ করেছে পুলিশ।

একই সঙ্গে বিস্ফোরণে বিদ্যুৎ ভবনের উপ-সহকারী প্রকৌশলী  আইয়ুব আলীর কক্ষের কাঁচ ভাঙ্গায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



খবর পেয়ে ডিবির সহকারী কমিশনার শেখ মারুফ হাসান ঘটনাস্থলে এসেছেন।

প্রাথমিক খবরে জানা যায়, ২০ দলীয় জোটের দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার বেলা পৌনে ১১টা থেকে ১১টার মধ্যবর্তী সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

সচিবালয়ের নিরাপত্তায় দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় লক্ষ্য করে পটকা সদৃশ একটি বস্তু ছোঁড়া হলে সেটি একটি বরই গাছে লেগে বিস্ফোরিত হয়।

সচিবালয় লিংক রোডের দিক থেকে এটি ছোঁড়া হয় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এ ঘটনার পরপর বিদ্যুৎ ভবনের পাঁচতলায় আরো দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব বিস্ফোরিত বস্তু ককটেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

** সচিবালয় ও বিদ্যুৎ ভবনে পটকা সদৃশ ৩ বস্তু বিস্ফোরণ

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।