ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়া ডাইনি মা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
‘খালেদা জিয়া ডাইনি মা’ ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘ডাইনি মা’ হিসেবে অভিহিত করলেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ সমাবেশের আয়োজন করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট।

দেশের বুদ্ধিজীবীদের সমালোচনা করে ত্রাণমন্ত্রী বলেন, কিছু কিছু বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান করছেন, এরা জ্ঞানপাপী। মুক্তিযুদ্ধ ও শান্তির স্বপক্ষের শক্তির সঙ্গে রাজাকার এবং সন্ত্রাসীদের কোন সংলাপ হতে পারে না।

তিনি আরও বলেন, অনেকে বলেন দুই নেত্রীকে এক টেবিলে বসতে হবে। তেলে ও জলে কখনো এক হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন স্নেহময়ী মা, আর খালেদা জিয়া হলেন ডাইনী মা। একজন হলেন মুক্তিযুদ্ধের পক্ষে। আর অন্যজন হলেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের পক্ষে।

নগর আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং আয়োজক সংগঠনের সভাপতি আবদুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, উপ দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

পরে কার্যালয়ের আশপাশে হরতাল বিরোধী মিছিল করে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।