ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বি.বাড়িয়ায় ট্রেন লক্ষ্য করে ককটেল, বিএনপি-পুলিশ সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
বি.বাড়িয়ায় ট্রেন লক্ষ্য করে ককটেল, বিএনপি-পুলিশ সংঘর্ষ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়ায়: ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করাকে কেন্দ্র করে শহরের রেল গেট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ চলছে। তবে এতে কেউ আহত হয়েছে কিনা জানা যায়নি।



রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়। দুপুর ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌনে ১২টার দিকে বিএনপি কর্মীরা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে। এসময় ট্রেনের জানাল-দরজা বন্ধ থাকায় কোনো ক্ষতি হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিএনপি কর্মীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে প্রায় ১৫টি ককটেল নিক্ষেপ করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বিএনপির এক কর্মীকে আটক করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।