ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সিরাজগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩

সিরাজগঞ্জ: ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালে সিরাজগঞ্জে পিকেটিং করার সময় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

এর আগে হরতালের সমর্থনে শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টায় উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাসকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে ২০ দলীয় জোটের কর্মীরা। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

এদিকে, নাশকতার অভিযোগে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে।

সকাল থেকে সড়ক-মহাসড়ক দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও আঞ্চলিক সড়ক গুলোতে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে তবে অন্যান্য দিনের তুলনাই অনেক কম।

অবরোধের সঙ্গে হরতাল আহ্বান করায় নদী ভাঙন সিরাজগঞ্জের খেটে খাওয়া মানুষেরা চরম বিপাকে পড়েছেন। লাগাতার এ কর্মসূচির কারণে শত শত মোটর শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

সিরাজগঞ্জ সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুলতান হোসেন বাংলানিউজকে জানান, হরতালের সমর্থনে খোকশাবাড়িতে পিকেটিং করার সময় কোনো কারণ ছাড়াই সরকার দলীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এসময় পুলিশ ৩ জনকে আটক করে।

সিরাজগঞ্জ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা (এসআই) সুভাস আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।