ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে নিরুত্তাপ হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
রংপুরে নিরুত্তাপ হরতাল

রংপুর: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রংপুরে নিরুত্তাপভাবে চলছে। হরতাল ডেকেও মাঠে দেখা যায়নি জোট নেতাকর্মীদের।



রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর নগরীর বিভিন্ন এলাকায় দোকানপাট খুলতে শুরু করে। অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত পরীক্ষা ও ক্লাশ অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে হরতাল উপেক্ষা করে সকাল থেকেই সড়কে যান চলাচল অব্যাহত রয়েছে। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

অপরদিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী একটি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।