ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাইমুড়িতে মিছিল, ৮ অটোরিকশা ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সোনাইমুড়িতে মিছিল, ৮ অটোরিকশা ভাঙচুর

নোয়াখালী: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাইপাস সড়কে মিছিল করেছে নেতাকর্মীরা। এসময় সিএনজি চালিত ৮টি অটোরিকশা ভাঙচুর করে তারা।



রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াখালী-লাকসাম বাইপাস সড়কে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, রোববার সকাল থেকে শুরু হওয়া ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে যাওয়ার সময় নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে ৮টি অটোরিকশা ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হরতাল সমর্থনকারীরা পালিয়ে যায়।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পিকেটাররা পালিয়ে যায়। তবে, অটোরিকশার সংখ্যা আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।