ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

টক শো’র বুদ্ধিজীবীরা দেশের ক্যান্সার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
টক শো’র বুদ্ধিজীবীরা দেশের ক্যান্সার খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

ঢাকা: টক-শো’র বুদ্ধিজীবীদের দেশের ‘ক্যান্সার’ বলে অভিহিত করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

রোববার দুপুরে (১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত ‘জঙ্গিবাদ রাজনীতি: মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



কামরুল ইসলাম বলেন, টক-শো’র কথিত বুদ্ধিজীবীদের দেশের ‘ক্যান্সার’। যারা টক-শোতে যায় তারা বাংলাদেশের সব জান্তা। এসব বুদ্ধিজীবী পেয়াজ, চালের ব্যবসা থেকে শুরু করে সব করতে পারবে। এমনকি প্রধানমন্ত্রী বানিয়ে দিলেও তারা দেশও চালাতে পারবেন। আজকে এরা দেশের জন্য ক্যান্সার। এসব বুদ্ধিজীবী মাঝ পথে হেঁটে দুই দলকে ‘প্যারালাল’ করতে চায়। এ ধ্বংসযজ্ঞের মধ্যেও যারা সন্ত্রাসীদের সাথে আলোচনা করার কথা বলে তারা হচ্ছে ক্যান্সার ও বিষফোঁড়া। এরা জানে দেশটা কোথায় যাচ্ছে। তবুও এরা সংলাপের কথা বলে বিএনপিকে উস্কে দিচ্ছে।

এসব বুদ্ধিজীবী ১৫ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে কথা বলে না বলে অভিযোগ করেন কামরুল।

তিনি আরও বলেন,বিএনপির অবরোধে জনসমর্থন নেই। তারা আউটসোর্সিং (লোক ভাড়া করে) প্রক্রিয়ার মাধ্যমে অবরোধ চালাচ্ছে বলে।

তিনি বলেন, বিএনপির আন্দোলনে মানুষ রাস্তায় নামছে না। মানুষ মারলে ২০, বাসে আগুন ১৫, ট্যাক্সিতে আগুন দিতে পারলে ১০ হাজার টাকা করে টোকাই ভাড়া করে আউটসোর্সিং প্রক্রিয়ায় জঙ্গি তৎপরতায় হরতাল-অবরোধের আন্দোলন করছে।

আন্দোলন খালেদার নিয়ন্ত্রণে নয় আইএসআই জঙ্গি কানেকশনে চলছে অভিযোগ করে কামরুল বলেন, দু’দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিয়ন্ত্রণে বর্তমান রাজনীতি নেই।

খালেদা তার কার্যালয়ে কাঠের পুতুল হিসেবে আছেন। আইএসআই এজেন্ট তারেক সব নিয়ন্ত্রণ করছেন। লন্ডন থেকে তারেকের নির্দেশে শিমুল বিশ্বাস প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকতে দেয়নি বলেও অভিযোগ করেন কামরুল।

বিএনপির শুভ বুদ্ধি সম্পন্ন সিনিয়র নেতারা অচিরেই দল ছেড়ে আসবে দাবি করে কামরুল বলেন, বিএনপির মধ্যে বিবেকবান, শুভ সম্পন্ন এখনো কিছু নেতা রয়েছে। বিএনপির কর্মকাণ্ডে তারা চুপ করে আছেন। আমি বিশ্বাস করি অপকর্মের বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপি থেকে তারা বেরিয়ে আসবেন।

এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধ প্রত্যাহার না করায় উদ্বিগ্নতা প্রকাশ করেন কামরুল।

যারা সন্ত্রাস বন্ধের কথা বলে না তাদের সাথে কোন আলোচনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন খাদ্যমন্ত্রী।

আলোচনা সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট চেয়ারম্যান মো. মনিরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) শচীন কর্মকার, সহ সভাপতি সালা উদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।