ঢাকা: ‘খালেদা জিয়ার ডাকে দেশে যতক্ষণ হরতাল-অবরোধ চলবে ততক্ষণ তার কার্যালয়ের গ্যাস,বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ থাকবে। এটাই এখন দেশের সাধারণ জনগণের প্রত্যাশা‘ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‘অযৌক্তিক হরতালের বিরুদ্ধে অবরোধ গড়ে তুলুন’ এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।
হাছান মাহমুদ আরও বলেন, খালেদা জিয়া হরতালের মধ্য দিয়ে দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন। তার কার্যালয়ের সব লাইন বন্ধ থাকলে তিনিও বুঝবেন জনগণের কত কষ্ট।
হাছান মাহমুদ বলেন, আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা। পরীক্ষায় যেন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে না পারে সেজন্যই ১ থেকে ৩ ফেব্রুয়ারি হরতাল ডেকেছেন খালেদা।
হাছান মাহমুদ আরো বলেন, খালেদা নিজেও এসএসসি পরীক্ষা দিয়েছেন। কিন্তু উর্দুতে পাস করেছেন আর বাংলাতে ফেল করেছেন। তিনি চান বাংলাদেশের শিক্ষার্থীরা যেন মেট্রিক পরীক্ষা না দেয়।
এসএসসি পরীক্ষার সময় সতর্কতার সাথে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা কর্মীদের অনুরোধ জানান তিনি।
হাছান মাহমুদ আরও বলেন, তার মৃত ছেলে ছিলেন একজন আসামি। মালয়েশিয়ায় গিয়ে শ্রমিকের কাজ করতেন। সেই পুত্রশোকে তাকে নাকি ইনজেকশন দেওয়া হয়েছে। অথচ যেদিন তার ছেলে মারা গেছেন সেদিনও তিনি মানুষ হত্যা অব্যাহত রেখেছেন।
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আয়োজক সংগঠনের সভাপতি জিনাত আলী জিন্নাহ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫