ঢাকা: নতুন করে কোনো ওয়ান ইলেভেনের সুযোগ দেয়া হবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
বিবিসি বাংলাদেশ সংলাপের একশ’দুই তম পর্বে শনিবার সন্ধ্যা সাতটায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করে কেউ যদি নতুন কোনো ওয়ান ইলেভেন আনার চেষ্টা করেন তাহলে তা হবে না। নতুন করে ওয়ান ইলেভেন আনার কোনো সুযোগ দেয়া হবে না।
রাজনৈতিক অস্থিরতায় পুড়ে যাওয়া মানুষকে সহায়তা করা হবে কী না ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে অবশ্যই ভুক্তভোগীদের সহায়তা তরা উচিত। এখানে সরকারের পাশাপাশি, ব্যাংক, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে যেমন এগিয়ে আসা উচিত ঠিক তেমনি যারা টাকা বিদেশে পাচার করেছে তাদের টাকাও ব্যবহার করা উচিত।
রাজনীতিকে নয় সন্ত্রাসকে কঠোরভাবে দমন করা হচ্ছে এবং হবে বলে এ সময় দাবি করেন সুরঞ্জিত সেন গুপ্ত।
ড. শাহদীন মালিক বলেন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত। কিন্তু অস্থিরতায় পুড়ছে দেশের জনগণ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞ রওনক জাহান ও বিএনপি ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন খান।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫