সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পুলিশকে লক্ষ্য করে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এসময় ককটেলসহ শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের খোকশাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ-কাজিপুর
সড়কে পিকেটিং করছিলো বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা। ওই সড়কে চলাচলকারী যানবাহনে হামলা হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যায় পুলিশ।
এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তিন কর্মীকে আটক করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটক কর্মীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫