ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ধুনটে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ধুনটে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রভাষক আলিম আল-রাজি বুলেটকে (৩৫) লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ধুনট শহরের গোসাইবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।



আহত আলিম আল-রাজি বুলেট ধুনট উপজেলার বাঁশপাতা গ্রামের আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন সরকারের ছেলে।

আহত বুলেট বাংলানিউজকে জানান, শনিবার রাত ১২টার দিকে ধুনট পৌর এলাকার পূর্ব ভরণশাহী গ্রামে বোনের বাড়ি থেকে ধুনট সদরপড়া নিজের বাসায় ফিরছিলেন। পথে গোসাইবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় রড দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর

রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।