শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে আব্দুল হামিদ বাবলু (৩০) নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (০১ ফেব্রুয়ারি) ভোরে মির্জাপুর বাজারে অবস্থিত হাজী সুপার মার্কেট থেকে তাকে আটক করা হয়।
আব্দুল হামিদ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ী গ্রামের মৃত নেবাছ উদ্দিন আকন্দের ছেলে।
শেরপুর থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫