ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রিজভীর দশদিনের রিমান্ড চাইবে পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
রিজভীর দশদিনের রিমান্ড চাইবে পুলিশ রুহুল কবির রিজভী আহমেদ

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ঢাকার সিএমএম আদালতে আনা হচ্ছে। বাড্ডা থানায় দায়ের করা গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বাড্ডা থানা পুলিশ।

   

রিজভীকে রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আদালতে হাজির করা হবে। তাকে বাড্ডা থানায় দায়ের করা গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের মামলায় দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানিয়েছে বাড্ডা থানা সূত্র।

রিজভীকে এ মামলার হুকুমের আসামি করা হয়েছে।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবির রাজের আদালতে রিমান্ডের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ জানুয়ারি রাত সোয়া নয়টার দিকে বাড্ডা থানাধীন প্রাণ আরএফএলের কার্যালয়ের সামনের রাস্তায় গাজীপুর থেকে যাত্রাবাড়ীগামী অনাবিল পরিবহনের একটি বাস থামায় অবরোধকারীরা। তারা বাসটিতে ভাংচুর এবং পেছনের সিটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে যাত্রী ও চালক-হেলপারকে হত্যার চেষ্টা চালায়।  

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব)। শনিবার(৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে র‌্যাব। সেখান থেকে বিকেল ৫টা ১৭ মিনিটে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শনিবার ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুহুল কবির রিজভী আহমেদকে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।