ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের দেড়শ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের দেড়শ নেতাকর্মীর নামে মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

শনিবার রাতে রামগাতিতে সিএনজিচালিত  অটোরিকশায় পেট্রোল বোমা হামলায় পান ব্যবসায়ী নিহতের ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাইদুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারণ সম্পাদক মুন্সি আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, জেলা শিবিরের সভাপতি মিজানুর রহমানসহ ১১৫ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় সিরাজগঞ্জ-ঢাকা সড়কের রামগাতি অটোরিকশায় পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে সিরাজগঞ্জ পৌর শহরের বানিয়াপট্টি এলাকার কুঞ্জু লালের ছেলে গণেশ দাস নিহত ও ৫ জন আহত হন।

এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।