ঢাকা: একুশে বইমেলা উদ্বোধনে শেখ হাসিনার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগমন এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মিছিল করেছে ছাত্রদল।
রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে মুখে কালো কাপড় বেঁধে রাজধানীর বকশীবাজার মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে এ বিক্ষোভ মিছিল করে তারা।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদল কর্মীরা।
ছাত্রদল কেন্দীয় কমিটির সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে মিছিলে ছাত্রদল কেন্দীয় কমিটির অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম, মো. ইমরান, আমিনুল হোসেন, হাফিজুর রহমান,পার্থ দেব মন্ডল, আমিনুর রহমান, শামীম ইকবাল রিংকু, দিদারুল আলম বাবু, নাজমুল ইসলাম, সাইফুজ্জামান, এম এম মুসা, শফিকুল ইসলাম, হারুনুজ্জামান, আখতারুজ্জামান, রঞ্জু,রাজু, সাদ্দাম প্রমুখ। –বিজ্ঞপ্তি।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫