ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

শিবিরের ককটেল তৈরির ৪ কারিগর রাজশাহীতে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
শিবিরের ককটেল তৈরির ৪ কারিগর রাজশাহীতে আটক

রাজশাহী: শিবিরের ককটেল নির্মাতা দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



শনিবার (৩১ জানুয়ারি) রাতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মহানগরীর রাজপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এসময় পুলিশ আটক শিবিরকর্মীদের কাছ থেকে বেশ কিছু ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

বর্তমানে পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে। তদন্তস্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে সব তথ্য জানানোর কথা রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, মহানগরীর বিভিন্ন এলাকায় নাশকতায় যে ককটেল ব্যবহার করা হয়ে থাকে, তারা সেগুলো তৈরি ও সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

ওই গ্রুপের আরও সদস্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।