সিলেট: রাজপথে নেই নেতাকর্মীরা। দোকানপাট খুলেছে যথারীতি।
রোববার (০১ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতাল আহ্বান করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
সেইসঙ্গে সিলেটে ৩৬ ঘণ্টা হরতাল ডাকে স্বেচ্ছাসেবকদল। তবে এদিন সকাল থেকে সিলেট নগরীতে দেখা গেছে ভিন্ন চিত্র। অন্যান্য দিনের মতো সিলেটে হরতাল পালন হতে দেখা যায়নি।
সকাল থেকে সিলেট নগরী ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করেছে। দিনের শুরুতে স্বেচ্ছাসেবকদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নগরীতে মিছিল বের করলেও পরবর্তীতে আর রাজপথে দেখা মেলেনি তাদের।
সরেজমিন দেখা গেছে, হরতাল চলাকালে নগরীর ব্যস্ততম জিন্দাবাজার, বন্দর, আম্বরখানা, রিকাবিবাজার ও চৌহাট্টাসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট লেগে ছিল।
নগরীর শেখঘাটের বাসিন্দা দিনমজুর দ্বীন ইসলাম বাংলানিউজকে জানান, হরতালের চিন্তা করলে পেট চলবে না। তাই জীবনের ঝুঁকি নিয়েও বেরিয়ে এসেছি।
তিনি ভ্যানযোগে পুরোনো পত্রিকা সংগ্রহের পর বিক্রি করেন।
সিলেটের জিন্দাবাজারের ব্যবসায়ী ফিরোজ আহমদ বাংলানিউজকে বলেন, বিভিন্ন মার্কেট খোলা, তাই নিজেও দোকান খোলা রেখেছি। তবে সবসময় অজানা আতঙ্কের মধ্যে থাকতে হয়।
সিলেট বিভাগ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বাংলানিউজকে বলেন, হরতালে সিলেটের আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করছে। তবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ছিল।
হরতাল চলাকালে নগরীর কোথাও নাশকতার কোনো খবর পাওয়া যায়নি বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।
বাংলানিউজকে তিনি বলেন, হরতাল চললেও যানজটে নাকাল নগরবাসী। তবে নিরাপত্তা ব্যবস্থাও পর্যাপ্ত ছিল। নগরীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫