ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া উন্নয়ন বাধাগ্রস্ত করছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
খালেদা জিয়া উন্নয়ন বাধাগ্রস্ত করছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: খালেদা জিয়া দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
রোববার দুপুরে ভোলা পিটিআই একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ দুইটি স্কুল কাম সাইক্লোন সেল্টার উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, যে ম‍ুহূর্তে দেশে উন্নয়নের জোয়ার বইছে, তখন খালেদা জিয়ার নেতৃত্বে অরাজকতা, বিশৃঙ্খলা, নাশকতা, জঙ্গি তৎপরতা ও পেট্রোল বোমা মেরে মানুষ খুন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের ১৫ লাখ শিক্ষার্থীর কথা না ভেবেই খালেদা জিয়া হরতালের ডাক দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী কোমলমতি শিশুদের দুর্দশার কথা বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দিয়েছেন।

মন্ত্রী বরিশালের সঙ্গে সড়কপথে ভোলার যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়নের আশ্বাস দিয়ে বলেন, শিল্প কারখানা হলে জেলার বাসিন্দাদের বেকারত্ব দূর হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিজেএমই সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি আসলাম সানি।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, বিশিষ্ট ব্যবসায়ী মইনুল হোসেন বিপ্লব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, বরিশাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মাহাবুব এলাহী, ভোলা পিটিআই সুপারেনটেন্ড শিরিন সবনব, ভোলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী এসএম আকবর হোসেন, ধনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদ হোসেন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মাস্টার, শিবপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসেদ, সাধারণ সম্পাদক সেলিম মিয়া প্রমুখ।

এরআগে সকালে বাণিজ্যমন্ত্রী সদর উপজেলার শিবপুর ও ধনিয়া ইউনিয়নে পৃথক দুইটি স্কুল কাম সাইক্লোন সেল্টার উদ্বোধন করেন। পরে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।