ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বেনাপোলে ১১টি ইয়ারগান উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
বেনাপোলে ১১টি ইয়ারগান উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রাম থেকে ১১টি ইয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।



রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ইয়ারগানের চালানটি উদ্ধার করে বিজিবি ।

বিজিবি জানায়, ভারত থেকে অস্ত্রের একটি চালান সীমান্ত পথে এপারে এসেছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের একটি পরিত্যক্ত ভবনের খড়কুটার ভেতর থেকে ১১টি ইয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ইয়ারগানগুলো পরে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।