ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
নোয়াখালীতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ৭২ ঘণ্টার হরতাল ও সহিংসতার প্রতিবাদে নোয়াখালীতে মোটরসাইকেল মিছিল করেছে ছাত্রলীগ।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে একটি প্রতিবাদী মিছিল বের করে।



মিছিল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতালবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

বঙ্গবন্ধু ছাত্রপরিষদ নোয়াখালী শাখার আহ্বায়ক ও ছাত্রলীগ নেতা রুবাইয়াত রহমান আরাফাতের নেতৃত্বে মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- শহর ছাত্রলীগ নেতা নাজমুল হাসান জীবন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা শরীফ আক্তার রবিন, ইব্রাহীম সোহেল, মহিউদ্দিন শরীফ ও সৌরাভ হোসেন রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।