মাগুরা: ২০ দলের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন মাগুরায় নাশকতার আশঙ্কায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করেছে মাগুরা সদর ও শালিখা থানা পুলিশ।
এদিকে, হরতালের কারণে সকাল থেকে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা বিভিন্ন রুটে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু হয়।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে বলেন, হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫