ফেনী: ফেনী শহরের রামপুর ও পাঠানবাড়ী এলাকায় শিবিরের দুটি মেসে অভিযান চালিয়ে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফেনী মডেল থানা পুলিশ তাদের আটক করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শাহীন একাডেমি রোডের দারুসসালাম ভবনের একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ৮ কর্মীকে আটক করা হয়। এ সময় সেখান থেকে পেট্রোল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পরে আটকদের স্বীকারোক্তি অনুযায়ী পাঠানবাড়ী রোডের আবেদীন মঞ্জিলের অপর একটি মেসে অভিযান চালিয়ে আরো ৪ কর্মীকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৪ জন এবারের এসএসসি পরীক্ষার্থী বলেও ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫